ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

রাষ্ট্রপতির সঙ্গে ওয়ার্কার্স পার্টির সংলাপ মঙ্গলবার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৯ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২১
রাষ্ট্রপতির সঙ্গে ওয়ার্কার্স পার্টির সংলাপ মঙ্গলবার

ঢাকা: নতুন নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে আগামী মঙ্গলবার (২৮ ডিসেম্বর) বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সংলাপ অনুষ্ঠিত হবে।  

সোমবার (২৭ ডিসেম্বর) ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে এ কথা জানানো হয়।

 

এতে বলা হয়, রাষ্ট্রপতির আমন্ত্রণে সংলাপে অংশ নিতে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের নেতৃত্বে সাত সদস্যের একটি প্রতিনিধিদল আগামী মঙ্গলবার বিকেলে বঙ্গভবনে যাবেন।  
 
সংলাপে অংশগ্রহণকারী প্রতিনিধিদলের অন্য সদস্য হলেন- আনিসুর রহমান মল্লিক, মাহমুদুল হাসান মানিক, নুর আহমদ বকুল, কামরুল আহসান, আলী আহমেদ এনামুল হক এমরান ও নজরুল ইসলাম হক্কানী।

বাংলাদেশ সময়: ১৪৫৮ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২১
আরকেআর/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।