ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

ছাত্রলীগ নেতা জাহাঙ্গীরকে গ্রেফতার করেছে ডিবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৯ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২১
ছাত্রলীগ নেতা জাহাঙ্গীরকে গ্রেফতার করেছে ডিবি

ঢাকা: গাজীপুর জেলা ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর সরকারকে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (২৯ ডিসেম্বর) দুপুরে ঢাকার গাবতলী থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

ডিবি গুলশান বিভাগের উপ-কমিশনার (ডিসি) মশিউর রহমান জানান, জাহাঙ্গীরের সরকারকে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছ। এ সময় তার সঙ্গে থাকা আলিয়া আক্তার রিয়া নামে এক নারীকেও গ্রেফতার করা হয়।

গ্রেফতারের সময় তাদের দু’জনের কাছ থেকে ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান উপ-কমিশনার মশিউর রহমান।

বাংলাদেশ সময়: ২০৩৮ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২১
পিএম/এমজেএফ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।