ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

ফেনীতে বিএনপির বিক্ষোভ সমাবেশ 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৭ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২১
ফেনীতে বিএনপির বিক্ষোভ সমাবেশ 

ফেনী: ভোট অধিকার হরণ দিবস উপলক্ষে বিক্ষোভ সমাবেশ করেছে ফেনী জেলা বিএনপি।  

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) দুপুরে ফেনী শহরের তাকিয়া বাজারস্থ জেলা বিএনপির কার্যালয় প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলালের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক প্রফেসর এম এ খালেক, জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন জসিম।  

এছাড়ও উপস্থিত ছিলেন- যুগ্ম আহ্বায়ক আলাউদ্দিনসহ জেলা বিএনপি, যুবদল, ছাত্রদলের জেলা পর্যায়ের নেতারা। এর আগে একই দাবিতে কার্যালয়ের অদূরে মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা।  

বিক্ষোভ সমাবেশ বক্তারা বলেন, সরকার ফেনীতে পেশী শক্তির প্রদর্শন করছে। বিএনপি নিয়মতান্ত্রিকভাবে শহরের ওয়াপদা মাঠে জনসমাবেশের ডাকা দিয়েছে। দীর্ঘ ১ মাসের বেশি সময় সে সমাবেশের জন্য কাজ করছে। শেষ সময়ে যুবলীগ সেখানে কর্মী সমাবেশ ডেকে বিএনপির জনসমাবেশ পণ্ড করেছে। প্রশাসনকে দিয়ে ১৪৪ ধারা জারি করে হিংসাত্মক রাজনীতিকে উসকে দিচ্ছে। আওয়ামী লীগ বাংলাদেশের মানুষের ভোটের অধিকার হরণ করেছে।  

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২১
এসএইচডি/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।