নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন বলেছেন, আওয়ামী লীগের উন্নয়ন শুধু দেশেই নয়, বিদেশেও প্রশংসিত হয়েছে। এ স্বাধীন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়ন নিয়ে শুধু কথা বলেন না, তিনি উন্নয়ন করে কথা বলেন।
শনিবার (১ জানুয়ারি) সকাল ও দুপুরে নারায়ণগঞ্জ সদর উপজেলাধীন শিক্ষা অফিস সংলগ্ন ধানসিঁড়ি আবাসিক এলাকায় ৪০ লাখ টাকা ব্যয়ে একটি ড্রেনসহ রাস্তা, দেলপাড়া লিটল জিনিয়াস স্কুলের পাশে ৪৮ লাখ টাকা ব্যয়ে ড্রেনসহ রাস্তা ও নন্দলালপুর হাজী আওলাদ হোসেন স্কুলের ৮০ লাখ টাকা ব্যয়ে মূল ভবনের কাজের ভিত্তিরপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
জেলা পরিষদ নিয়ে আনোয়ার হোসেন বলেন, জেলা পরিষদের চেয়ারম্যান মনোনীত করে প্রধানমন্ত্রী আমাকে প্রথম নির্বাচিত চেয়ারম্যান চেয়ারে আসীন করেছেন। তিনি শপথ নেওয়ার পর আমাকে মানুষের কল্যাণে কাজ করার নির্দেশ দিয়েছিলেন। তার নিদের্শনায় আমি মানুষের কল্যাণে কাজ করেছি। জেলার পাঁচটি উপজেলায় জেলা পরিষদের অর্থায়নে এখন উন্নয়নের ছোঁয়া লেগেছে। রাস্তাঘাট, মাদ্রাসা-মসজিদ, শ্মশান-মন্দির, বিদ্যালয়-কলেজ, রাস্তাসহ ড্রেন নির্মাণ করেছি, যা কখনো জেলা পরিষদ করতে পারেনি। দেখতে দেখতে বুঝতে বুঝতে পাঁচটি বছর চলে যাচ্ছে, কিছুদিন মনে হয় আমার দায়িত্ব পালন করতে পারবো। এরপর আবার জেলা পরিষদের নির্বাচন আসতে পারে। আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আবার মনোনয়ন চাইবো, আমার অনেক পরিকল্পনা রয়েছে, আবার অনেক প্রকল্প চলমান রয়েছে। সেগুলো বাস্তবায়নে নেত্রীর কাছে আবারও পাঁচ বছরের জন্য দায়িত্ব চাইবো।
বাংলাদেশ সময়: ১৬০৮ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০২২
আরবি