ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

দেশের মানুষ জাপাকে রাষ্ট্রক্ষমতায় দেখতে চায়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪০ ঘণ্টা, জানুয়ারি ১, ২০২২
দেশের মানুষ জাপাকে রাষ্ট্রক্ষমতায় দেখতে চায়

জামালপুর: দেশের মানুষ এখন আওয়ামী লীগ ও বিএনপি থেকে মুক্তি চায়। তারা বিকল্প শক্তি হিসেবে জাতীয় পার্টিকে (জাপা) রাষ্ট্রক্ষমতায় দেখতে চায়।

জাতীয় পার্টি এখন নিজস্ব শক্তি নিয়েই মাঠে কাজ করছে।

শনিবার (১ জানুয়ারি) দুপুরে দলের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জামালপুরের ইসলামপুর উপজেলা জাতীয় পার্টি আয়োজিত এক আলোচনা সভায় এ কথা বলেন দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মোস্তফা আল মাহমুদ।

তিনি বলেন, দেশে সুশাসন ও নিরাপত্তা নেই। অনেক ক্ষেত্রেই ন্যায়বিচারের ঘাটতি লক্ষ্য করা যায়। দুর্ঘটনা যেন নিত্যদিনের স্বাভাবিক বিষয়। দেশের মানুষ জানে দুর্নীতি, দুঃশাসন, স্বজনপ্রীতি, লুটপাট আর বৈষম্য দূর করতে জাতীয় পার্টির বিকল্প নেই।

এর আগে জাতীয় সংগীত এবং জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির শুভ সূচনা হয়।

পরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য র‍্যালি ইসলামপুর জাপা কার্যালয় থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ফরিদুল হক খান দুলাল অডিটোরিয়ামের সামনে এসে শেষ হয়।

এসময় ইসলামপুর উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড জাতীয় পার্টি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮৩৭ ঘণ্টা, জানুয়ারি ০১,২০২২
জিসিজি/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad
welcome-ad