ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

জাতীয় সরকার গঠনের দাবিতে জেএসডির সমাবেশ শনিবার

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪২ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০২২
জাতীয় সরকার গঠনের দাবিতে জেএসডির সমাবেশ শনিবার

ঢাকা: জাতীয় সরকার গঠনের দাবিতে আগামী শনিবার (৮ জানুয়ারি) বিকেল ৩টায় জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে সমাবেশ ডেকেছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)।

সমাবেশ সফল করার লক্ষ্যে সোমবার (৩ জানুয়ারি) বিকেল ৪টায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়।

সভায় দলটির নেতারা বলেন, বাংলাদেশে ধ্বংসপ্রাপ্ত রাষ্ট্রীয় কাঠামো, বিপর্যস্ত আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক প্রক্রিয়ায় স্বৈরাচারের পতনের পর জাতীয় ঐক্যমতের ভিত্তিতে ‘জাতীয় সরকার’ গঠন হবে। সরকার পতনের পর গভীরভাবে বিভাজিত সমাজে আইনের শাসন প্রতিষ্ঠা করা, সাধারণ মানুষের অধিকার সুরক্ষা, বিচার বিভাগসহ সাংবিধানিক প্রতিষ্ঠানসমূহের আস্থা পুনর্গঠন করা এবং দলীয় আনুগত্যে বিভোর প্রশাসনকে গণমুখী করা কোনো একক দলীয় সরকার বা দল নিরপেক্ষ ভঙ্গুর সরকারের পক্ষে সম্ভব হবে না। এ পরিস্থিতিতে 'জাতীয় সরকার' গঠনই একমাত্র বিকল্প। জাতীয় সরকার ছাড়া রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত হবে না এবং নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করাও সম্ভব হবে না। এজন্য ব্যাপক গণজাগরণ সৃষ্টি করতে হবে।

কার্যকরী সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সিরাজ মিয়ার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- কার্যকরী সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, সহ-সভাপতি অ্যাডভোকেট কে এম জাবির, অ্যাডভোকেট গিয়াস উদ্দিন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন, এ কে এম মিজানুর রশিদ চৌধুরী, আবদুল্লাহ আল তারেক, এম এ ইউসুফ, অধ্যক্ষ হারুন উর রশিদ বাবুল, দপ্তর সম্পাদক আবুল মোবারক, ব্যারিস্টার ফারাহ খান, আনিসা রত্মা, মুশফিকুর রহমান সাজু ও ছাত্রলীগের সভাপতি তৌফিক উজ জামান পীরাচা।

বাংলাদেশ সময়: ১৮৪১ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০২২
এমএইচ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।