ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বিএনপির কেন্দ্রীয় নেতাদের ব্রাহ্মণবাড়িয়ায় ঢুকতে বাধা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৬ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০২২
বিএনপির কেন্দ্রীয় নেতাদের ব্রাহ্মণবাড়িয়ায় ঢুকতে বাধা

ব্রাহ্মণবাড়িয়া: বিএনপির সমাবেশে যোগ দিতে ব্রাহ্মণবাড়িয়ামুখী কেন্দ্রীয় নেতারা ভৈরব ও আশুগঞ্জে পুলিশের বাধার মুখে পড়েছেন।

শনিবার (০৮ জানুয়ারি) দুপুরের দিকে বিএনপি নেত্রী রুমিন ফরহানা ঢাকা থেকে আশুগঞ্জের উজানভাটি হোটেলে পৌঁছেন।

এর আগে পুলিশ আশুগঞ্জে ঢুকার মুখে বাধা দেয় তাকে। অন্যান্য নেতারা ভৈরবে জান্নাত হোটেলে অবস্থান করতে থাকেন এই সময়ে।

এদিকে ব্রাহ্মণবাড়িয়া শহরের বাইরে বিভিন্নস্থানে সমাবেশ করার চেষ্টা করছে বিএনপি। কিন্তু কোথাও দলের নেতাকর্মীদের জড়ো হতে দিচ্ছে না পুলিশ।

১৪৪ ধারার আওতায় সকাল থেকেই সমাবেশস্থলসহ শহরের ৫২টি পয়েন্টে ৫ শতাধিক পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। বন্ধ রয়েছে শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ সভা, সমাবেশ ও গণজমায়েত। তবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা চলছে। এখন পর্যন্ত কোথাও কোন রকম অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০২২
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।