ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

রাজনীতি

শপথ নিলেন উল্লাপাড়া-বেলকুচির নবনির্বাচিতরা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫০ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২২
শপথ নিলেন উল্লাপাড়া-বেলকুচির নবনির্বাচিতরা উল্লাপাড়া-বেলকুচির নবনির্বাচিতদের শপথবাক্য পাঠ

সিরাজগঞ্জ: শপথ নিলেন সিরাজগঞ্জের উল্লাপাড়া ও বেলকুচি উপজেলার ১২টি ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান ও মেম্বাররা।

বুধবার (১২ জানুয়ারি) দুপুরের দিকে সিরাজগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) কার্যালয়ের শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে তারা শপথ পাঠ করেন।

তাদের শপথবাক্য পাঠ করান সিরাজগঞ্জ ডিসি ড. ফারুক আহাম্মদ।

এ সময় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. তোফাজ্জল হোসেনসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তৃতীয় দফা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে গত বছরের ২৮ নভেম্বর উল্লাপাড়া উপজেলার ১২টি ও বেলকুচির ছয়টি ইউনিয়নে ভোট অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।