ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার করোনা আক্রান্ত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৪ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২২
জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার করোনা আক্রান্ত শিরীন আখতার

ঢাকা: জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সাধারণ সম্পাদক এবং সংসদ সদস্য (এমপি) শিরীন আখতার করোনা আক্রান্ত হয়েছেন।

রোববার (২৩ জানুয়ারি) জাসদের দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, জাসদ সাধারণ সম্পাদক শিরীন আখতার করোনা আক্রান্ত হয়েছেন। গতকাল (২২ জানুয়ারি) সংসদে করোনা টেস্ট করালে  রোববার (২৩ জানুয়ারি) তার করোনা পজিটিভ রেজাল্ট আসে। তিনি এখন পর্যন্ত মৃদু উপসর্গ নিয়ে বাসায় রয়েছেন। গতকাল রাতে তার শরীরের তাপমাত্রা ছিল ৯৯ ডিগ্রি। আজ জ্বর নেই, তবে হালকা শরীর ব্যথা, কাশি ও ঠাণ্ডা আছে।

তিনি জাসদ নেতাকর্মীসহ দেশবাসীর কাছে দ্রুত আরোগ্য লাভের জন্য দোয়া চেয়েছেন বলেও জানান জাসদের দপ্তর সম্পাদক সাজ্জাদ।

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২২
আরকেআর/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।