ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

মুক্তিযুদ্ধের চেতনাকে হত্যা করাই ছিল ঘাতকদের মূল লক্ষ্য

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৫ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২২
মুক্তিযুদ্ধের চেতনাকে হত্যা করাই ছিল ঘাতকদের মূল লক্ষ্য

জামালপুর: আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সংসদ সদস্য মির্জা আজম বলেছেন, পাকিস্তানের প্রেসক্রিপশন বাস্তবায়ন করতেই জিয়াউর রহমানের নেতৃত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়।

বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) দুপুরে জামালপুরের মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বঙ্গবন্ধুকে হত্যার উদ্দেশ্য শুধু একজন মানুষকে হত্যা করা নয় বরং বাংলার স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনাকে হত্যা করাই ছিল ঘাতকদের মূল লক্ষ্য।

তিনি বলেন, জিয়াউর রহমান একটি স্বাক্ষরে ১১ হাজার যুদ্ধাপরাধীদের মুক্ত করে দিয়েছেন। যারা হত্যা, খুনের সঙ্গে জড়িত ছিল।

বালিজুড়ি এফএম উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন, আওয়ামী লীগের ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ ও সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরী। সম্মেলনে আওয়ামী লীগের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮৩৯ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২২
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।