ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

প্রেসক্লাবের সামনে বিএনপির সমাবেশ চলছে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২২
প্রেসক্লাবের সামনে বিএনপির সমাবেশ চলছে প্রেসক্লাবের সামনে চলছে বিএনপির বিক্ষোভ সমাবেশ। ছবি: শাকিল আহমেদ

ঢাকা: দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) উদ্যোগে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ চলছে।  

শনিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ২টার পরে এ বিক্ষোভ সমাবেশ শুরু হয়।


ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জাতীয় এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।


মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হকের পরিচালনায় সমাবেশে সভাপতিত্ব করছেন মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম। উপস্থিত রয়েছেন উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমানসহ নেতারা।

সমাবেশ ঘিরে প্রেসক্লাবের আশেপাশে বিএনপির সহস্রাধিক নেতাকর্মীর উপস্থিতি দেখা যায়। পুরানা পল্টন মোড় থেকে হাইকোর্ট মোড় পর্যন্ত সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২২
এমএইচ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।