ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

প্রেসক্লাবের সামনে যুবদলের বিক্ষোভ সমাবেশ চলছে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৫ ঘণ্টা, মার্চ ৮, ২০২২
প্রেসক্লাবের সামনে যুবদলের বিক্ষোভ সমাবেশ চলছে ছবি: শাকিল

ঢাকা: দ্রব্যমূল্যের অস্বাভাবিক ঊর্ধ্বগতির প্রতিবাদ ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম জনগণের ক্রয়ক্ষমতার নাগালে রাখার দাবিতে জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ চলছে।

মঙ্গলবার (৮ মার্চ) সকাল ১০টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনের সড়কে পূর্ব ঘোষিত এ বিক্ষোভ সমাবেশ শুরু হয়েছে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সমাবেশে সভাপতিত্ব করছেন জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সাইফুল আলম নীরব। পরিচালনা করছেন সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দীন টুকু।

এছাড়া উপস্থিত রয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম, যুবদলের সিনিয়র সহ-সভাপতি মোর্ত্তাজুল করিম বাদরু, সহ-সভাপতি জাকারিয়া মঞ্জুর, আলী আকবর চুন্নু, ইউসুফ বিন জলিল কালু, মোনায়েম মুন্না, এস এম জাহাঙ্গীর হোসেন, জাকির হোসেন নান্নু, সিনিয়র যুগ্ম-সম্পাদক নুরুল ইসলাম নয়ন, যুগ্ম-সাধারণ সম্পাদক মাসুদ আহমেদ মিলন, কামাল উদ্দিন, আলী আশরাফ, সহ-সাধারণ সম্পাদক গোলাম হাফিজ নাহিন, সাংগঠনিক সম্পাদক মামুন হাসান, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক শফিকুল ইসলাম মিল্টন, দক্ষিণের আহ্বায়ক গোলাম মাওলা শাহীন, ঢাকা জেলা যুবদলের সভাপতি রেজাউল কবির পল প্রমুখ।

এর আগে সকাল ৯টা থেকে রাজধানীর বিভিন্ন ওয়ার্ড ও থানা থেকে যুবদলের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে এসে জড়ো হয়েছেন।

দ্রব্যমূল্য কমানো ও সারাদেশের জেলা-উপজেলা পর্যায়ে টিসিবি পণ্য বিক্রয়ের দাবিতে গত ২৪ ফেব্রুয়ারি দুই সপ্তাহের কর্মসূচি ঘোষণা করে বিএনপি। তারই ধারাবাহিকতায় গত ২৮ ফেব্রুয়ারি দেশের সব মহানগরে বিক্ষোভ সমাবেশ করে বিএনপি। ২ মার্চ জেলা শহরে, ৫ মার্চ উপজেলা পর্যায়ে বিক্ষোভ সমাবেশ করেছে।

গত ৬ মার্চ ছাত্রদল জাতীয় প্রেসক্লাবের সামনের সড়কে একই দাবিতে সমাবেশ করেছে। ৮ মার্চ যুবদলের সমাবেশের পরে আগামী ৯ মার্চ স্বেচ্ছাসেবক দল, ১০ মার্চ কৃষক দলের উদ্যোগে সারাদেশে বিক্ষোভ সমাবেশ হবে। ১২ মার্চ সারাদেশে হাটসভা ও লিফলেট বিতরণ করবে বিএনপি। এরপর আগামী ১৪ মার্চ জাতীয়তাবাদী মহিলা দল ও ১৫ মার্চ জাতীয়তাবাদী তাঁতী দলের উদ্যোগে সারাদেশে বিক্ষোভ সমাবেশ করা হবে।

এ বিষয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এ সরকার সর্বক্ষেত্রে চরম দুর্নীতি করছে। যার ইফেক্ট বাজারে পড়ছে। এর প্রতিবাদে আমরা ১৫ দিনের কর্মসূচি ঘোষণা করলাম। এরপর আবারও কর্মসূচি ঘোষণা করা হবে।

বাংলাদেশ সময়: ১১৪৩ ঘণ্টা, মার্চ ০৮, ২০২২
এমএইচ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।