ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

নিত্যপণ্যের দাম বাড়ায় মৌলভীবাজারে বিক্ষোভ

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৩ ঘণ্টা, মার্চ ১০, ২০২২
নিত্যপণ্যের দাম বাড়ায় মৌলভীবাজারে বিক্ষোভ দ্রব্যমূল্যের লাগামহীন বৃদ্ধিতে মৌলভীবাজারে বিক্ষোভ। ছবি: বাংলানিউজ

মৌলভীবাজার: সকল নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের লাগামহীন মূল্যবৃদ্ধিসহ সরকারের অত্যাচার-নির্যাতন ও দুর্নীতির প্রতিবাদে মৌলভীবাজারে জাতীয়তাবাদী কৃষক দল বিক্ষোভ মিছিল ও সমাবেশ পালন করেছে।

বৃহস্পতিবার (১০ মার্চ) বিকেলে মৌলভীবাজার শহরের চৌমুহনা এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করতে চাইলে পুলিশ বাধা দেয়।

পরে তারা প্রেসক্লাব প্রাঙ্গণে সমাবেশ করে। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করতে চাইলে পুলিশ বাধা দেয়।

সমাবেশে সভাপতিত্ব করেন- কৃষক দলের যুগ্ম আহ্বায়ক এবং সাবেক ইউপি চেয়ারম্যান মো. শামীম আহমদ। সমাবেশের কার্যক্রম পরিচালনা করেন যুগ্ম আহ্বায়ক আব্দুল করিম ইমানী। বক্তব্য রাখেন- জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বকসি মিছবাউর রহমান, সদর উপজেলা কৃষক দলের সহ-সভাপতি কাবুল আহমেদ, সাধারণ সম্পাদক কয়েস আহমদ, রাজনগর উপজেলা শাখার সভাপতি মনির হোসেন খালেদ, সাধারণ সম্পাদক আতিক আহমদ, কৃষকদল কুলাউড়া উপজেলা শাখার সভাপতি সুয়েব আহমদ, সাংগঠনিক সম্পাদক সালামত খান প্রমুখ।

সমাবেশ থেকে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের উপর সকল মিথ্যা মামলা থেকে মুক্ত করার এবং গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামকে ত্বরান্নিত করার জন্য ঐক্যবদ্ধভাবে আন্দোলন সংগ্রামে সক্রিয় থাকার আহ্বান জানান বক্তারা।

বাংলাদেশ সময়: ২৩৫২ ঘণ্টা, ১০ মার্চ, ২০২২
বিবিবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।