ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বাহুবলে ১৪৪ ধারা জারি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫০ ঘণ্টা, মার্চ ১২, ২০২২
বাহুবলে ১৪৪ ধারা জারি

হবিগঞ্জ: হবিগঞ্জের বাহুবলে একই স্থানে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ছাত্রলীগের পক্ষ থেকে পাল্টাপাল্টি সমাবেশকে কেন্দ্র করে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।  

শনিবার (১২ মার্চ) দুপুর  ১২টা থেকে রোববার (১৩ মার্চ) দুপুর ১২টা পর্যন্ত এ নিষেধাজ্ঞা জারি থাকবে।

 

বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মহুয়া শারমিন ফাতেমা বাহুবল এ তথ্য নিশ্চিত করেছেন।

এ ব্যাপারে বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল ইসলাম খান জানান, উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমানের ওপর হামলার অভিযোগ এনে এ ঘটনার প্রতিবাদে শনিবার বাহুবল বাজারে প্রতিবাদ সমাবেশের ডাক দেয় একটি পক্ষ।  

অন্যদিকে, উপজেলা চেয়ারম্যানের দায়ের করা মামলাকে মিথ্যা দাবি করে সেখানে সমাবেশ ডাক দেয় ছাত্রলীগ। এতে দু’পক্ষে উত্তেজনা দেখা দিলে ১৪৪ ধারা জারি করে উপজেলা প্রশাসন। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।

জানা গেছে, গত ০৪ মার্চ রাতে উপজেলা ছাত্রলীগ কর্মী রায়হান মিয়া ও আলীফ সোবহান ডিগ্রি কলেজ ছাত্রলীগের কর্মী হিরণ মিয়াসহ অজ্ঞাতপরিচয় কয়েকজনের নামে একটি মামলা দায়ের করেন চেয়ারম্যান খলিলুর রহমান। মামলায় অভিযোগ করা হয়, ৪ মার্চ উপজেলা চেয়ারম্যান বাহুবল বাজারে গেলে রায়হান ও হিরণ একটি ড্রেন পরিদর্শনের কথা বলে তাকে বাজারের পেছনে নিয়ে যান। সেখানে নিয়ে তার ওপর হামলা করা হয়। সে সময় উপজেলা চেয়ারম্যানের সঙ্গে থাকা লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যান।

এ বিষয়ে বাহুবল উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. দুলাল মিয়া বাংলানিউজকে বলেন, উপজেলা চেয়ারম্যান সরকারবিরোধী বক্তব্য দেন এবং তিনি ছাত্রলীগ কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করায় আমরা প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছিলাম।

এদিকে চেয়ারম্যান সৈয়দ মো. খলিলুর রহমান বলেন, ছাত্রলীগ কর্মীরা আমার ওপর হামলা চালিয়েছে। প্রশাসন ও ঊর্ধ্বতন জনপ্রতিনিধিদের অনুরোধ আমি প্রতিবাদ সমাবেশ বন্ধ রাখতে বলেছি। কিন্তু সাধারণ জনগণ আমাকে ভালবাসেন বিধায় এ সমাবেশের ডাক দেন। সেখানেও বিশৃঙ্খলা সৃষ্টি করেছে ছাত্রলীগ।

>>> বাহুবল চেয়ারম্যানের ওপর হামলা: ২ ছাত্রলীগ কর্মীর নামে মামলা

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, মার্চ ১৩, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।