ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

রাজনীতি

২ জেলায় মহিলা দলের নতুন কমিটি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৩ ঘণ্টা, মার্চ ১৭, ২০২২
২ জেলায় মহিলা দলের নতুন কমিটি

ঢাকা: জয়পুরহাট ও চট্টগ্রাম উত্তর জেলা শাখা জাতীয়তাবাদী মহিলা দলের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।  

বৃহস্পতিবার (১৭ মার্চ) মহিলা দলের কেন্দ্রীয় সভাপতি আফরোজা আব্বাস ও সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

এতে বলা হয়, মোছা. দৌলোতুন নাহার দোলনকে সভাপতি ও মোছা. জাহেদা কামালকে সাধারণ সম্পাদক করে জাতীয়তাবাদী মহিলা দল জয়পুরহাট জেলা শাখার ১৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

এছাড়া মেহেরুন নেছা নার্গিসকে সভাপতি ও লায়লা ইয়াসমিনকে সাধারণ সম্পাদক করে জাতীয়তাবাদী মহিলা দল চট্টগ্রাম উত্তর জেলা শাখার ৮৯ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

কেন্দ্রীয় সভাপতি আফরোজা আব্বাস ও সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ এ কমিটি অনুমোদন করেছেন।  

বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, মার্চ ১৭, ২০২২
এমএইচ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।