ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

নারায়ণগঞ্জে ছাত্রদল-যুবদলের শো-ডাউন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৬ ঘণ্টা, মার্চ ২৬, ২০২২
নারায়ণগঞ্জে ছাত্রদল-যুবদলের শো-ডাউন

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে মহান স্বাধীনতা দিবসে হাজার হাজার নেতাকর্মী নিয়ে শো-ডাউন করেছে জেলা ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা। এ সময় স্লোগানে স্লোগানে তারা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সরকারের পদত্যাগ দাবি করেন।

 

শনিবার (২৬ মার্চ) দুপুরে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া সমর্থিত হাজারো ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীর মিছিলটি নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ ময়দান থেকে শুরু করে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে শহরের চাষাঢ়া বিজয় স্তম্বে বীর শহীদের শ্রদ্ধা নিবেদন করেন নেতাকর্মীরা।  

এ কারণে দুপুর ১২টা থেকে দেড়টা পর্যন্ত দেড় ঘণ্টা নগরীজুড়ে তীব্র জানজটের সৃষ্টি হয়।  

জেলা যুবদলের আহ্বায়ক গোলাম ফারুক খোকন, সদস্য সচিব ও জেলা ছাত্রদলের সভাপতি মশিউর রহমান রনির নেতৃত্বে এ মিছিল করা হয়।

জানা যায়, জেলা ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা সকাল থেকে নগরীর বিভিন্ন এলাকা থেকে এসে ঈদগাহ ময়দানে জড়ো হন। পরে সেখান থেকে মিছিল নিয়ে শহরে শো-ডাউন করা হয়।

বাংলাদেশ সময়: ১৯২৬ ঘণ্টা, মার্চ ২৬, ২০২২
এমআরপি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।