ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

রাজধানীতে নাগরিক ঐক্যের মশাল মিছিল

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৭ ঘণ্টা, মার্চ ২৬, ২০২২
রাজধানীতে নাগরিক ঐক্যের মশাল মিছিল

ঢাকা: দ্রব্যমূল্য কমানোর দাবিতে ও ২৮ মার্চের হরতালের সমর্থনে রাজধানীতে মশাল মিছিল করেছে নাগরিক ঐক্য।

‘দ্রব্যমূল্য কমাতে হবে, নইলে গদি ছাড়তে হবে।

’ ব্যানার নিয়ে নাগরিক ঐক্যের ঘণ্টাব্যাপী মিছিলটি শনিবার (২৬ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টায় পল্টন মোড় থেকে শুরু হয়। যা কাকরাইল নাইটিংগেল মোড় ঘুরে পুনরায় পল্টন, প্রেসক্লাব প্রদক্ষিণ করে তোপখানা রোডস্থ নাগরিক ঐক্যের কার্যালয়ে গিয়ে শেষ হয়।  

মশাল মিছিলে নিত্যপ্রয়োজনীয় পণ্যে দাম বাড়ায় সরকারকে দায়ী করে ক্ষোভ প্রদর্শন এবং এজন্য জনগণকে ২৮ তারিখ অর্ধদিবস পরিবহন-দোকানপাট বন্ধ রেখে, মাঠে নেমে হরতাল সফল করতে আহ্বান জানিয়ে কর্মসূচি সমাপ্তি ঘোষণা করা হয়।  

মিছিলে আরও উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, প্রেসিডিয়াম সদস্য মোফাখখারুল ইসলাম নবাব, কেন্দ্রীয় কমিটির সদস্য লাকি বেগম, এস এম এ কবীর হাসান, দেওয়ান আবু তালেব, সাকিব আনোয়ার, আব্দুর রাজ্জাক রাজা, রাজ্জাক সজিব ও নাগরিক ঐক্য, নাগরিক যুব ঐক্য, নাগরিক ছাত্র ঐক্য, নাগরিক শ্রমিক ঐক্যের নেতাকর্মীরা।  

বাংলাদেশ সময়: ২১৪৬ ঘণ্টা, মার্চ ২৬, ২০২২
এমএইচ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।