ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

রাজনীতি

হাসপাতাল থেকে দেশবাসীকে সালাম দিলেন ইবরাহিম

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২২ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২২
হাসপাতাল থেকে দেশবাসীকে সালাম দিলেন ইবরাহিম

ঢাকা: বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীর প্রতীকের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। হাসপাতালের বিছানা থেকে তিনি দেশ ও জাতির প্রতি সশ্রদ্ধ সালাম জানিয়েছেন।

সোমবার (১১ এপ্রিল) বিকেলে কল্যাণ পার্টির মহাসচিব আবদুল আওয়াল মামুন বাংলানিউজকে বিষয়টি জানান।

কল্যাণ পার্টির মহাসচিব জানান, অপারেশন পরবর্তীতে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন জেনারেল ইবরাহিম। দেশবাসীর কাছে, পরিপূর্ণ সুস্থতার জন্য তিনি দোয়া চেয়েছেন।

জেনারেল ইবরাহিম গত ২৯ মার্চ সকালে ডিওএইচএসে নিজ বাসায় অসুস্থ হয়ে পড়লে তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। ২ এপ্রিল তার ব্রেইনের রক্তনালীতে বিশেষ রিং (ফ্লো ডাইভার্টার) লাগিয়ে রক্তক্ষরণ স্থলটি বন্ধ করার জন্য সফলভাবে অস্ত্রপচার সম্পন্ন করা হয়।

বিশিষ্ট নিউরো সার্জন প্রফেসর ডা. শফিকুর রহমানের নেতৃত্বে, জেনারেল ইবরাহিমের ছোট ভাই প্রফেসর ডা. সৈয়দ মইনুদ্দীনসহ ঢাকা সিএমএইচ এর ৫ জন নিউরো বিশেষজ্ঞ চিকিৎসক এই অস্ত্রোপচার করেন।

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২২
এমএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।