ঢাকা, সোমবার, ১৭ আষাঢ় ১৪৩১, ০১ জুলাই ২০২৪, ২৩ জিলহজ ১৪৪৫

রাজনীতি

‘বিএনপি-জামায়াত শ্রমিকদের পুড়িয়ে মেরেছে’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৫ ঘণ্টা, মে ১, ২০২২
‘বিএনপি-জামায়াত শ্রমিকদের পুড়িয়ে মেরেছে’

দিনাজপুর: বিএনপি-জামায়াতের আমলে শ্রমিকদের পেট্রোল বোমা দিয়ে পুড়িয়ে মারা হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি।

রোববার (১ মে) মহান মে দিবস-২০২২ উপলক্ষে দিনাজপুর জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে দিনাজপুর জেলা প্রশাসন, আঞ্চলিক শ্রম দপ্তরের আয়োজনে ও কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর দিনাজপুরের সহযোগিতায় আলোচনা সভায় প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি এ কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে হুইপ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রমিকদের অধিকার নিশ্চিত করেছেন। বিগত সরকারের আমলে শ্রমিকরা তাদের অধিকার আদায় করতে পারেনি। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর শ্রমিকদের অধিকার আদায় নিশ্চিত সহ সকল ধরনের সহযোগিতায় দিয়ে আসছে। যেকোন দুর্যোগ মোকাবিলায় শ্রমিকদের পাশে ছিল বলে শ্রমিকরা শান্তিতে আছে।  

হুইপ আরও বলেন, মালিক-শ্রমিক সম্পর্ক হতে হবে হৃদ্যতাপূর্ণ। একে অপরের পরিপূরক হয়ে কাজ করলেই দেশ উন্নয়নের পথে এগিয়ে যাবে।

এসময় দিনাজপুর জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকীরের সভাপতিত্বে বক্তব্য রাখেন দিনাজপুর পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন, আঞ্চলিক শ্রম অধিদপ্তরের উপ-পরিচালক মো. আবুল বাশার, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শনের উপ-পরিচালক মো. মোস্তাফিজুর রহমান, দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ইমদাদ সরকার, জেলা মটরপরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি, দিনাজপুর জেলা বেকারি মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. শামীম শেখ, জাতীয় শ্রমিক লীগ দিনাজপুর জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল মান্নান প্রমুখ।  

এর আগে, মহান মে দিবস উপলক্ষে দিনাজপুর ইনস্টিটিউট প্রাঙ্গনে ‘শ্রমিক মালিক একতা উন্নয়নে নিশ্চয়তা’ এই স্লোগানকে সামনে রেখে বর্ণাঢ্য র‌্যালির উদ্বোধন শেষে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপির নেতৃত্বে বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে দিনাজপুর জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নসহ বিভিন্ন ইউনিটের শ্রমিক নেতারা অংশ নেন।  

বাংলাদেশ সময়: ১৭১৩ ঘণ্টা, মে ০১, ২০২২
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।