ঢাকা, মঙ্গলবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ২১ মে ২০২৪, ১২ জিলকদ ১৪৪৫

রাজনীতি

অসহায়দের মধ্যে খাদ্য বিতরণ করলো ইসলামী আন্দোলন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৬ ঘণ্টা, মে ৩, ২০২২
অসহায়দের মধ্যে খাদ্য বিতরণ করলো ইসলামী আন্দোলন

ঢাকা: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীতে সুবিধাবঞ্চিত ও অসহায়দের মধ্যে খাদ্য বিতরণ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর।

মঙ্গলবার (৩ মে) সংগঠনটির কেন্দ্রীয় সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর উত্তরের সভাপতি অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ-এর নেতৃত্ব কর্মসূচিতে নগর উত্তরের নেতারা উপস্থিত ছিলেন।

এ সময় শেখ ফজলে বারী মাসউদ বলেন, দেশে ইসলাম প্রতিষ্ঠা থাকলে সুবিধাবঞ্চিত খুঁজে পাওয়া দুষ্কর হতো। অথচ আজ দেশে ধনী-গরিব বৈষম্য চরম আকার ধারণ করেছে। সুবিধাবঞ্চিতদের পাশে দাঁড়ানো সামর্থ্যবানদের ওপর আবশ্যকীয় কর্তব্য। ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশ ও জনগণের জন্য কাজ করে আসছে। ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতেই প্রতিবছরের মতো এ বছরও আমরা ঈদের দিন খাদ্য বিতরণ কর্মসূচি পালন করলাম।

তিনি দেশের সর্বস্তরের সামর্থ্যবান ব্যক্তিদের প্রতি সুবিধাবঞ্চিতদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, মে ০৩, ২০২২
এমএইচ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।