ঢাকা, শুক্রবার, ২০ আষাঢ় ১৪৩২, ০৪ জুলাই ২০২৫, ০৮ মহররম ১৪৪৭

রাজনীতি

দেওয়ানগঞ্জে ট্রাকচাপায় ছাত্রলীগ নেতা নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৩৯, মে ১৮, ২০২২
দেওয়ানগঞ্জে ট্রাকচাপায় ছাত্রলীগ নেতা নিহত বাবুল হাসান

জামালপুর: জামালপুরের দেওয়ানগঞ্জে ট্রাকচাপায় বাবুল হাসান নামে ছাত্রলীগ এক নেতা নিহত হয়েছেন।  

বুধবার (১৮ মে) দুপুরের দিকে উপজেলার চুনিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত বাবুল হাসান ওই উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, বাহাদুরাবাদ ইউনিয়নে স্থানীয় সংসদ সদস্যের অনুষ্ঠান শেষ করে দুপুরে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন বাবুল হাসান। পথে চুনিয়াপাড়া এলাকায় এলে পণ্যবাহী একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে পুলিশের পিকআপভ্যানে তুলে দেওয়ানগঞ্জ উপজেলা কমপ্লেক্স হাসপাতাল নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য জামালপুর সদর হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য পরামর্শ দেন চিকিৎসক। পরে বাবুলকে জামালপুর নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

এ ব্যাপারে দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহব্বত কবির বাংলানিউজকে জানান, ঘাতক ট্রাকসহ চালককে আটক করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১৭৩৮ ঘণ্টা, মে ১৮, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।