ঢাকা, বৃহস্পতিবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

রাজনীতি

সস্ত্রীক করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে মেনন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৪৯, আগস্ট ১৩, ২০২২
সস্ত্রীক করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে মেনন

ঢাকা: বাংলাদেশের ওর্য়াকার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এবং তার স্ত্রী বেগম লৎফুন্নেছা খান বিউটি এমপি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। শনিবার (১৩ আগস্ট) ওয়ার্কার্স পার্টির এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

এতে বলা হয়,  ১২ আগস্ট তার করোনা শনাক্ত হয়। ওই দিনই দুপুরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার বিকেলে তার স্ত্রী বেগম লৎফুন্নেছা খান বিউটিকেও হাসপাতালে ভর্তি করা হয়। তারা ঢামেক অধ্যক্ষ ডা. টিটো মিয়ার তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন।

এদিকে কমরেড রাশেদ খান মেনন, দেশবাসীর কাছে তাদের দ্রুত আরোগ্য লাভের জন্য দোয়া কামনা করেছেন।

বাংলাদেশ সময়: ১৭৪৯ ঘণ্টা, আগস্ট ১৩, ২০২২
আরকেআর/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।