ঢাকা, রবিবার, ১ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ নভেম্বর ২০২৪, ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

৫ দিনের মাথায় ৩২ পদ স্থগিত করলো ছাত্রদল

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০২২
৫ দিনের মাথায় ৩২ পদ স্থগিত করলো ছাত্রদল

ঢাকা: ছাত্রদল ৩০২ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠনের পাঁচ দিনের মাথায় ৩২ জনের পদ স্থগিত করেছে।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে জাতীয়তাবাদী ছাত্রদলের প্যাডে দফতর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩২ জনের নামে অভিযোগ উত্থাপন হওয়ায় আপাতত পদ স্থগিত করা হয়েছে। তদন্ত সাপেক্ষে তাদের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

স্থগিত পদের নেতারা হলেন, সহসভাপতি কাজী মোহাম্মদ ইলিয়াস, যুগ্ম সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম, মো. ইউনুচ আলী রাহুল, মো. সালাহউদ্দিন, আকন মামুন, খায়রুল আলম সুজন, মারজুক আহমেদ, জুয়েল মৃধা, সালেহ মো. আদনান, আবুল কালাম আজাদ, মো. সোহরাব হোসেন সুজন, সহ সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মাসুদ, মাইনুল ইসলাম সোহান, কাজী মোহাম্মদ রেজাউল করিম রাজু, এস এম ফয়সাল, কামরুজ্জামান কামরুল, মীর ইমরান হোসেন মিথুন, বাছিরুল ইসলাম রানা, আজিজুল হক জিয়ন, মো. আরিফুর রহমান আমিন, মিজানুর রহমান মিজান, ফেরদৌস হোসেন ফয়সাল,আল মামুন ও আরিবা নিশীথ।

এছাড়া সহ সাংগঠনিক সম্পাদক মো. আল আমিন, এম এ রহিম শেখ, শহীদুল ইসলাম নয়ন, মামুন মজুমদার,মো. নজরুল ইসলাম রাঢ়ী, সহ আইন সম্পাদক ওয়ালিউল্লাহ, সহ পাঠাগার সম্পাদক আনিসুর রহমান আনিচ ও সহ অর্থ সম্পাদক মো. রিয়াদ আহমেদ।

১১ সেপ্টেম্বর ছাত্রদল সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের নেতৃত্বে ৩০২ সদস্যের ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেয় বিএনপি।

জানা গেছে, ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার পর সংগঠনের পদবঞ্চিতরা অভিযোগ করেছেন যে, কমিটিতে যাদের নেওয়া হয়েছে অনেক ক্ষেত্রে গঠনতন্ত্র মানা হয়নি, বিবাহিত ও অছাত্ররাও কমিটিতে স্থান পেয়েছেন।  

বাংলাদেশ সময়: ১০৩৪ ঘন্টা, সেপ্টেম্বর ১৬, ২০২২
এমএইচ/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।