লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর শহরের দক্ষিণ তেমুহনি এলাকা থেকে বিপুল পরিমাণ জিহাদি বইসহ জামায়াতের দুই নেতাকে আটক করেছে পুলিশ।
শনিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে জেলা জামায়াত ইসলামের একটি কার্যালয়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, জামায়াতের ওই কার্যালায় থেকে বিপুল পরিমাণ জিহাদি বই পাওয়া গেছে।
আটকরা দু’জন হলেন- হাজিরহাট হামিদিয়া ফাজিল ডিগ্রি মাদরাসার সহকারী অধ্যাপক ও সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের শহর কসবা গ্রামের মৃত আবদুর সাত্তারের ছেলে আবদুর রহমান এবং ওই কার্যালয়ের কম্পিউটার অপারেটর ও লক্ষ্মীপুর পৌরসভার পশ্চিম লক্ষ্মীপুর গ্রামের আবু তাহেরের ছেলে মো. সুমন। তবে তাদের সংগঠনিক পদ-পদবি জানা যায়নি।
লক্ষ্মীপুর সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মমিনুল হক অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, লক্ষ্মীপুর শহরের দক্ষিণ তেমুহনী এলাকায় মক্কা হোটেলের পেছনে টিনশেডের একটি সেমি পাকা ভবনে জামায়াতের কার্যালয় দিয়ে সংগঠনের কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ওই দুইজনকে আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে বিপুল পরিমাণ জিহাদি বই, চাঁদা আদায়ের রশিদ ও খরচের রশিদ।
এছাড়া সেখান থেকে কয়েকজন সদস্যের পূরণ করা ফরমও উদ্ধার করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২২
এসআরএস