ঢাকা: বহিষ্কারাদেশ প্রত্যাহারের আশ্বাসে অনশনের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন ইডেন কলেজ শাখা ছাত্রলীগের নেত্রীরা।
সোমবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বের সঙ্গে সাক্ষাতের পর এ কথা জানান তারা।
বাংলানিউজকে ইডেন কলেজ শাখা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি সোনালি আক্তার বলেন, আমরা আমাদের সাথে যে অন্যায় করা হয়েছে, সেটা আওয়ামী লীগের নেতৃবৃন্দকে জানিয়েছি। আমাদের বহিষ্কারাদেশ প্রত্যাহারের আশ্বাস দিয়েছেন, এ কারণে আমরা অনশনের সিদ্ধান্ত স্থগিত রাখছি।
ইডেন কলেজে মারামারির ঘটনায় বহিষ্কৃত ছাত্রলীগের নেতাকর্মীরা সোমবার (২৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে আমরণ অনশন কর্মসূচির ঘোষণা দেন।
কলেজ ক্যাম্পাসে সংবাদ সম্মেলনের নেত্রীরা জানান, বহিষ্কারাদেশ প্রত্যাহার না করলে তারা অনশন কর্মসূচি পালন করবেন। সংবাদ সম্মেলন শেষে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ের উদ্দেশে রওনা হন তারা।
বাংলাদেশ সময়: ১৫২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০২২
এসকেবি/এমজেএফ