ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

রাজনীতি

‘জনগণ এ নিশিরাতের সরকারকে আর দেখতে চায় না’

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২২
‘জনগণ এ নিশিরাতের সরকারকে আর দেখতে চায় না’

ঢাকা: ২০ দলীয় জোটের শরীক দল জাগপার (একাংশের) সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান বলেছেন, আওয়ামী সরকার মেগা দুর্নীতির মাধ্যমে দেশকে অন্ধকার খাদের কিনারায় নিয়ে গেছে। তাই সারা দেশের  জনগণের দাবি, এ নিশিরাতের ভোট চোর সরকারকে তারা আর দেখতে চায় না।

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) রাজধানীর নয়াপল্টনের দলীয় কার্যালয়ে জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা ঢাকা মহানগরের উদ্যোগে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি ও সারা দেশে বিরোধী দলের নেতাকর্মীদের ওপর হামলা-মামলা-খুনের প্রতিবাদে ও দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তির দাবিতে প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খন্দকার লুৎফর রহমান বলেন, সরকারের দুর্নীতি, হরিলুট, টাকা পাচার, গুম, খুন আর মহাদুর্নীতির কাহিনী এখন মানুষের মুখে মুখে। দেশের মধ্যম ও নিম্নআয়ের মানুষ জীবনধারণের সব অবলম্বন হারিয়ে ফেলেছে।  

জাগপার সাধারণ সম্পাদক এস এম শাহাদাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের ওপর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা করে বলেন, সরকার পতনের আওয়াজ উঠেছে। সরকারদলীয় বাহিনী দিয়ে আমাদের আন্দোলন দাবায়ে রাখা যাবে না।
 
জাগপা ঢাকা মহানগর সভাপতি মোহাম্মদ হোসেন মোবারকের সভাপতিত্বে আরও বক্তব্য দেন- প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল হুমায়ূন কবির, যুগ্ম সম্পাদক ডা. আওলাদ হোসেন শিল্পী, সাইফুল আলম, মহানগর জাগপা নেতা আফতাব আহমেদ, যুব জাগপার সভাপতি মীর আমির হোসেন আমু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম এ জেহাদ, ছাত্রনেতা জাহিদুল ইসলাম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২২
এমএইচ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।