ঢাকা, শনিবার, ১ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ নভেম্বর ২০২৪, ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ফল-চকলেট নিয়ে মহিলা দল নেত্রী সোনিয়ার সন্তানদের কাছে আফরোজা আব্বাস

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫২ ঘণ্টা, অক্টোবর ৬, ২০২২
ফল-চকলেট নিয়ে মহিলা দল নেত্রী সোনিয়ার সন্তানদের কাছে আফরোজা আব্বাস

রাজবাড়ী: এক কার্টন ফল ও চকলেট নিয়ে কারাবন্দি মহিলা দল নেত্রী সোনিয়া আক্তার স্মৃতির দুই ছেলে-মেয়েকে দেখতে রাজবাড়ী  গেছেন দলটির সভাপতি আফরোজা আব্বাস।

সেই সঙ্গে মামলা লড়তে সোনিয়ার বাবার কাছে নগদ ২০ হাজার টাকাও দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (৬ অক্টোবর) সকালে রাজবাড়ী পৌরসভার বেড়াডাঙ্গা এলাকায় সোনিয়ার বাড়িতে যান অফরোজা আব্বাস।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট, মহিলাদল নেত্রী কারাগারে

এসময় তিনি বলেন, জনগণের কাছে এ সরকারের জবাবদিহিতা নাই, জনগণের ভোটে এ সরকার নির্বাচিত নয়। সেজন্য জনগণের মুখের ভাষা কেড়ে নিয়েছে। জনগণের মধ্যে এ অবৈধ সরকার একটি বিষফোঁড়া, এ বিষফোঁড়াকে উপড়ে ফেলতে হবে।
তিনি উপস্থিত সাংবাদিকদের বলেন, আমরা আমাদের কথা বলতে চাই,এজন্য গণতন্ত্র চাই। এ অবৈধ সরকার যতদিন ক্ষমতায় থাকবে ততদিন আমাদের অধিকার ফিরে পাবো না। এমন দেশে বাস করছি, যেখানে আমরা অন্যায়ের প্রতিবাদ করতে পারবো না, চোরকে চোর, ডাকাতকে ডাকাত বলতে পারবো না। দেয়লে পিঠ ঠেকে গেছে। এখন সোনিয়ার মত প্রতিবাদী হতে হবে।

এসময় উপস্থিত ছিলেন- সহ-সভাপতি সাবেক এমপি নেওয়াজ হালিমা আরলী,  সাবেক এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, মহিলা দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক এমপি হেলেন জেরিন খান।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট, মহিলা দল নেত্রী গ্রেফতার

ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) দিনগত রাত দেড়টার দিকে বেড়াডাঙ্গা এলাকার বাসা থেকে সোনিয়াকে গ্রেফতার করা হয়।
রাজবাড়ী জেলা ব্লাড ডোনার্স ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সোনিয়া রাজবাড়ী পৌরসভার ৩ নম্বর বেড়াডাঙ্গা এলাকার প্রবাসী মো. খোকনের স্ত্রী। তিনি রাজবাড়ী জেলা মহিলা দলের সদস্য।

বুধবার (৫ অক্টোবর) বিকেলে পুলিশ সোনিয়াকে রাজবাড়ীর ১ নম্বর আমলি আদালতে সোপর্দ করলে বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কায়ছুন নাহার সুরমা তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বাংলাদেশ সময়: ১৫৩৯ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।