ঢাকা, শনিবার, ১ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ নভেম্বর ২০২৪, ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

কালিহাতীতে বিএনপির ২ গ্রুপের সংঘর্ষে আহত ৬, মোটরসাইকেল ভাঙচুর 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৭ ঘণ্টা, অক্টোবর ১১, ২০২২
কালিহাতীতে বিএনপির ২ গ্রুপের সংঘর্ষে আহত ৬, মোটরসাইকেল ভাঙচুর 

টাঙ্গাইল: টাঙ্গাইলের কালিহাতী উপজেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে দ্বন্দ্বের জেরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ছয়জন আহত হয়েছেন।  

মঙ্গলবার (১১ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার সল্লা প্রামাণিক মার্কেট প্রাঙ্গণে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এসময় কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।  

আহতদের মধ্যে যুবদল নেতা ফারুক হোসেন বাবু, জহিরুল, শহীদ ও তপু রয়েছেন।  

পুলিশ জানায়, বুধবার (১২ অক্টোবর) কালিহাতী উপজেলার বিএনপি ত্রি-বার্ষিকী সম্মেলন। এ উপলক্ষে
মঙ্গলবার বিকেলে সল্লা প্রামাণিক মার্কেট প্রাঙ্গণে মঞ্চ তৈরির কাজ চলছিল। মঞ্চ তৈরি নিয়ে মতবিরোধের জের ধরে  ঢাকা বিভাগের বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটু ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি শুকুর মাহমুদের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বেধে যায়।  

কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা আজিজুর রহমান বাংলানিউজকে জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় উভয়পক্ষের লোকজন পালিয়ে যান।

বাংলাদেশ সময়: ১৯৪৬ ঘণ্টা, অক্টোবর ১১, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।