ঢাকা, শনিবার, ১ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ নভেম্বর ২০২৪, ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বিএনপির সমাবেশ: বিশৃঙ্খলা এড়াতে ময়মনসিংহে ৬শ পুলিশ মোতায়েন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৬ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২২
বিএনপির সমাবেশ: বিশৃঙ্খলা এড়াতে ময়মনসিংহে ৬শ পুলিশ মোতায়েন

ময়মনসিংহ: ময়মনসিংহে বিএনপির বিভাগীয় গণসমাবেশে বিশৃঙ্খলা এড়াতে নগরী জুড়ে ছয় শতাধিক পুলিশ মোতায়েন করা হয়েছে।

শনিবার (১৫ অক্টোবর) ভোর থেকেই নগরীর বিভিন্ন পয়েন্ট ও সমাবেশের আশপাশ এলাকা ঘিরে এই পুলিশ মোতায়েন করা হয়।

তবে সকাল থেকে এখন পযর্ন্ত নগরীর কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

এ ত্যথ নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ কামাল আকন্দ।

তিনি জানান, যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পর্যাপ্ত পুলিশ মোতায়েন রয়েছে। তবে আজ (শনিবার) দুপুর দেড়টা পর্যন্ত নগরীর কোথাও অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

এদিকে আওয়ামী লীগ গত কয়েকদিন ধরে ঘোষণা দিয়ে আসলেও এদিন দুপুর পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকা ঘুরে তাদের অবস্থান চোখে পড়েনি।

তবে নগরীর রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে দুপুর ১টার দিকে আওয়ামী লীগের অবস্থান না থাকলেও মোতায়েন ছিল পুলিশ।

সেই সঙ্গে নগরীর জিরো পয়েন্ট সিজিএম কোর্ট এলাকা, শম্ভুগঞ্জ ব্রিজ মোড়, চরপাড়ামোড়সহ নগরীর প্রবেশ মুখগুলোতে পুলিশের অবস্থান দেখা গেছে।

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২২
এমএমজেড

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।