ঢাকা, শনিবার, ১ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ নভেম্বর ২০২৪, ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

হামলা করে, বাধা দিয়ে বিএনপিকে দমানো যাবে না: রিজভী

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৪ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২২
হামলা করে, বাধা দিয়ে বিএনপিকে দমানো যাবে না: রিজভী

ঢাকা: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন নেতাকর্মীদের ওপর হামলা করে করে বাধা দিয়ে বিএনপিকে দমানো যাবে না। বরং প্রতিটি হামলার জবাব জনগণ দেবে।

তিনি বলেন, সরকারের  পায়ের তলায় মাটি নেই। তাই বিএনপির বিশাল সমাবেশ দেখে তারা উন্মাদ হয়ে গেছে।

শনিবার (১৫ অক্টোবর)  সন্ধ্যায় রাজধানীর নয়াপল্টনে বিক্ষোভ মিছিল শেষে তিনি এসব কথা বলেন।

ময়মনসিংহে বিএনপির বিভাগীয় সমাবেশে যোগ দিতে আসা নেতা-কর্মীদের পথে পথে সশস্ত্র আক্রমণ, মোবাইল ও টাকা পয়সা ছিনতাই, গাড়ি ভাঙচুর এবং সাবেক ছাত্রদল নেতা আশিককে তুলে নেওয়ার প্রতিবাদে এ বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়।  

নয়পল্টন থেকে কাকরাইল হয়ে আবার নয়াপল্টনে এসে বিক্ষোভ মিছিলটি শেষ হয়।

মিছিলে আরও অংশ নেন বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাড. আব্দুস সালাম আজাদ, কেন্দ্রীয় সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম, যুবদল নেতা গোলাম মাওলা শাহীন, খন্দকার এনামুল হক এনাম, ওমর ফারুক মুন্না, মো. জিন্নাহ, আলমগীর কবির সেলিম, মো. আতাউর রহমান, রবিউল ইসলাম নয়ন, মশিউরর রহমান, স্বেচ্ছাসেবক দল নেতা ডা. জাহিদ হোসেন, সাবেক ছাত্র নেতা আবুল হাসান, আমিনুর রহমান আমিন, ছাত্রদল নেতা মাসুদুর রহমান, রাজু আহমেদ, সোহেল রানাসহ শতাধিক নেতা-কর্মী।  

রিজভী আরও বলেন, সরকারের দুঃশাসনের বিরুদ্ধে সারাদেশের মানুষ জেগে উঠেছে। সাধারণ মানুষ, কৃষক, শ্রমিক, মেহনতি জনতা বিএনপির সমাবেশে যোগ দিয়ে সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। গণতন্ত্র ফেরাতে মানুষের অধিকার রক্ষার আন্দোলনে গোটা জাতি আজ ঐক্যবদ্ধ। বিএনপির সমাবেশ, মহাসমাবেশে পরিণত হতে দেখে হাছান মাহমুদ সাহেবরা উল্টাপাল্টা বকছেন।

বাংলাদেশ সময়: ১৯০৩ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২২
এমএইচ/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।