ঢাকা, শুক্রবার, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ৩০ মে ২০২৫, ০২ জিলহজ ১৪৪৬

রাজনীতি

খুলনায় সমাবেশস্থলে মির্জা ফখরুল, নেতাকর্মীদের ভিড়

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:০৭, অক্টোবর ২১, ২০২২
খুলনায় সমাবেশস্থলে মির্জা ফখরুল, নেতাকর্মীদের ভিড়

খুলনা: শনিবার (২২ অক্টোবর) খুলনা বিভাগীয় গণসমাবেশ করবে বিএনপি। শুক্রবার (২১ অক্টেবর) রাত ১০টার দিকে নগরীর সোনালী ব্যাংক চত্ত্বরে মঞ্চ তৈরির কাজ শুরু না হলেও নেতাকর্মীরা ভীড় করেছে সমাবেশস্থলে।

 

এরইমধ্যে রাত ১০টা ৫মিনিটে সমাবেশস্থলে আসেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এসময় হাজার হাজার নেতাকর্মীরা স্লোগান দিয়ে শুভেচ্ছা ও অভিবাদন জানান তাকে।
 
শনিবার দুপুর ২টায় নগরীর সোনালী ব্যাংক চত্বরে এই গণসমাবেশ অনুষ্ঠিত হবে। সেখানে প্রধান অতিথির বক্তব্য দেবেন বিএনপি মহাসচিব। মহানগর বিএনপির আহ্বায়ক শফিকুল আলম মনার সভাপতিত্বে জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়সহ অন্য কেন্দ্রীয় নেতারাও উপস্থিত থাকবেন।

বাংলাদেশ সময়: ২৩০৭ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২২
এমআরএম/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।