ঢাকা, শনিবার, ০ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ নভেম্বর ২০২৪, ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

দুর্যোগে মানুষের পাশে থাকাই জাপার রাজনীতি: জি এম কাদের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৯ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০২২
দুর্যোগে মানুষের পাশে থাকাই জাপার রাজনীতি: জি এম কাদের

ঢাকা: ঘূর্ণিঝড় সিত্রাংয়ের আঘাতে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকতে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের।  

সোমবার (২৪ অক্টোবর) জাতীয় পার্টির সব স্তরের নেতাকর্মীদের এ নির্দেশনা দেন তিনি।

নির্দেশনায় জি এম কাদের বলেন, কোনো দুর্যোগে জাতীয় পার্টির নেতাকর্মীরা বসে থাকতে পারে না। প্রতিটি দুর্যোগে মানুষের পাশে থাকাই জাপার রাজনীতি।  

জাপা চেয়ারম্যান বলেন, পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ আমাদের আদর্শ। পল্লীবন্ধু প্রতিটি দুর্যোগে মানুষকে সহায়তা করতে শিক্ষা দিয়েছেন। পাশাপাশি ঘূর্ণিঝড় উপদ্রুত এলাকায় সরকারি-বেসরকারি পর্যায়ে সহায়তা কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকতেও নির্দেশ দিন তিনি।

বাংলাদেশ সময়: ০৭৩৯ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০২২
এসএমএকে/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।