ঢাকা, শনিবার, ০ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ নভেম্বর ২০২৪, ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

আ.লীগের সহযোগী সংগঠনের সম্মেলনের দিন ঘোষণা রোববার!

নিশাত বিজয়, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৬ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২২
আ.লীগের সহযোগী সংগঠনের সম্মেলনের দিন ঘোষণা রোববার! ছবি: সংগৃহীত

ঢাকা: আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই সহযোগী সংগঠনগুলোকে গতিশীল করতে সম্মেলনের আয়োজন করতে যাচ্ছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।  

এমনই নির্দেশনা দিয়েছেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের আগেই এসব মেয়াদোত্তীর্ণ সংগঠনের সম্মেলন করতে হবে। আর যারা সম্মেলন করতে ব্যর্থ হবে তাদের কমিটি বিলুপ্ত করারও কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন আওয়ামী লীগ সভাপতি।

আ. লীগ সূত্রে জানা গেছে, আগামী রোববার (৩০ অক্টোবর) ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সম্মেলনগুলোর দিনক্ষণ গণমাধ্যমকে জানাবেন।

শুক্রবারের এ বৈঠকে দলীয় নেতাকর্মীদের আগামী জাতীয় নির্বাচনের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এদিন গণভবনের গেটে সাংবাদিকদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, আগামী ২৪ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। তার আগে গণভবনে অনুষ্ঠিত আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় এ তারিখ চূড়ান্ত করা হয়।

ওবায়দুল কাদের আরও বলেন, ৪ ডিসেম্বর চট্টগ্রামে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় নেত্রী সশরীরে যোগ দেবেন।

তিনি বলেন, আগামী ২৪ ডিসেম্বর জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। এবার তা একদিন করা হবে। সম্মেলনও তেমন জাকজমকপূর্ণ হবে না। বৈশ্বিক সংকটের কারণে এবার ব্যয়ে কৃচ্ছ্রতা সাধন করা হবে।

সম্মেলনের প্রথমদিকে উদ্বোধনী অধিবেশন, এরপর কাউন্সিল অধিবেশন, পরবর্তীতে সন্ধ্যায় সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হবে।

সম্মেলনকে সফল করার লক্ষ্যে সম্মেলন প্রস্তুত কমিটিসহ বিভিন্ন উপ-কমিটি গঠন করা হবে। এছাড়া সহযোগী সংগঠনের সম্মেলনের তারিখ দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াকে অবহিত করা হয়েছে। তিনি সংশ্লিষ্ট সহযোগী সংগঠনের নেতাদের সম্মেলনের তারিখসহ সংশ্লিষ্ট বিষয়ে অবহিত করবেন।

প্রসঙ্গত, রাজনীতির মাঠে বিএনপি সক্রিয় হওয়ার পরেই আগামী নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগও মাঠ দখলে রাখতে এবং সাংগঠনিকভাবে গুছিয়ে নিতে শুরু করেছে।

এরই মধ্যে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের থানা ও ওয়ার্ড পর্যায়ের সম্মেলন সফলভাবে শেষ করেছে। এবার সহযোগী সংগঠনসহ মূল আওয়ামী লীগ, মহানগর দক্ষিণ ও উত্তর আওয়ামী লীগের সম্মেলনের মধ্যে দিয়ে সংগঠনকে গতিশীল করতে চাচ্ছে।

বাংলাদেশ সময়: ০১২৬,  অক্টোবর  ২৮, ২০২২ 
এনবি/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।