ঢাকা, শুক্রবার, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ৩০ মে ২০২৫, ০২ জিলহজ ১৪৪৬

রাজনীতি

ঢাকায় প্রতি থানায় জনসভা করবে আওয়ামী লীগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:০১, অক্টোবর ২৯, ২০২২
ঢাকায় প্রতি থানায় জনসভা করবে আওয়ামী লীগ ঢাকা জেলা আওয়ামী লীগের সপ্তম ত্রিবার্ষিক সম্মেলন | ছবি: জি এম মুজিবুর

ঢাকা: আওয়ামী লীগের ঢাকা জেলার দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক মির্জা আজম বলেছেন, ঢাকা জেলার প্রতিটি থানায় আগামী দুই মাসের মধ্যে জনসভা হবে। জনসভার মধ্য দিয়ে বর্তমান সরকারের উন্নয়ন তুলে ধরা হবে এবং বিএনপিকে জবাবও দেওয়া হবে।

শনিবার (২৯ অক্টোবর) ঢাকা জেলা আওয়ামী লীগের সপ্তম ত্রিবার্ষিক সম্মেলনে এসব কথা বলেন তিনি।

মির্জা আজম বলেন, খালেদা জিয়া নাকি দেশ চালাবে! আগামী দুই মাসের মধ্যে ঢাকা জেলার থানায় থানায় বিশাল বিশাল জনসভা করবো। খালেদা জিয়া দৃশ্যমান কোনো উন্নয়ন করে যাননি।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, ঢাকা জেলার সম্মেলন জনসমুদ্রে পরিণত হয়েছে। সবাইকে স্বাগত জানাচ্ছি।

বিএনপিকে সাম্প্রদায়িক শক্তি উল্লেখ করে তিনি বলেন, পাকিস্তানি ভাবধারার ষড়যন্ত্র শুরু করেছে। এর আগে সংবিধানকে পদদলিত করেছে, সাম্প্রদায়িক সংঘাত করেছে বিএনপি-জামায়াত। তারা আন্দোলন সংগ্রামের নামে সন্ত্রাস করতে চায়। কোনো ষড়যন্ত্র আমরা মেনে নেবো না। সকল সাম্প্রদায়িক শক্তিকে আমরা প্রতিহত করবো।

সম্মেলনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন, বিএনপি বাংলাদেশকে জঙ্গিবাদী রাষ্ট্র বানাতে চায়। আমরা বেঁচে থাকতে বাংলাদেশকে জঙ্গিবাদী রাষ্ট্র হতে দেবো না, দেবো না। জিয়াউর রহমান বেঁচে থাকলে বঙ্গবন্ধু, শেখ কামাল ও শেখ রাসেল হত্যায় তার ফাঁসি হতো।

বাংলাদেশ সময়: ১৭৫৬ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২২
এনবি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।