ঢাকা, শনিবার, ০ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ নভেম্বর ২০২৪, ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সমাবেশে যোগ দেওয়ার পর বিএনপি নেতার মৃত্যু 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৪ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২২
সমাবেশে যোগ দেওয়ার পর বিএনপি নেতার মৃত্যু  মোস্তাফিজুর রহমান

দিনাজপুর: রংপুর বিভাগীয় মহাসমাবেশে যোগ দেওয়ার পরে হৃদরোগে আক্রান্ত হয়ে মোস্তাফিজুর রহমান (৪৫) নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে।

শনিবার (২৯ অক্টোবর) বিকেলে সমাবেশ স্থলেই তিনি হৃদরোগে আক্রান্ত হন।

গুরুতর অবস্থায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

নিহত মোস্তাফিজুর রহমান দিনাজপুরের কাহারোল উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক বলে জানা গেছে।

দিনাজপুর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আখতারুজ্জামান জুয়েল বিষয়টি নিশ্চিত করে জানান, মোস্তাফিজুর রহমান সমাবেশে যোগ দেওয়ার পর বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করেন। এরপর তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। হাসপাতালে যাওয়ার আগেই তার মৃত্যু হয়েছে বলে জানান চিকিৎসক।  

এর আগে সকালে মোস্তাফিজুর রহমান নেতাকর্মীদের সঙ্গে কাহারোল থেকে রংপুরে বিএনপির বিভাগীয় সমাবেশে যোগদান করেন।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।