ঢাকা: শিক্ষা সিলেবাস থেকে ইসলামী শিক্ষা, ইসলামী তাহজিব তামাদ্দুন ধ্বংসের চক্রান্ত চলছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ। সোমবার (৩১ অক্টোবর) এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
অধ্যক্ষ ইউনুছ আহমাদ বলেন, সরকারের পৃষ্ঠপোষকতায় দেশে হিন্দুত্ববাদ প্রতিষ্ঠার সব আয়োজন সম্পন্ন হয়েছে। সরকারের এহেন কর্মকাণ্ডের প্রতিবাদে এবং সিলেবাসে ইসলামী শিক্ষা বাধ্যতামূলক করার দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ আগামী ১০ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে বিশাল গণমিছিল ও স্মারকলিপি দেওয়ার কর্মসূচি ঘোষণা করেছে। ওইদিন সকাল ১০টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে জমায়েত শেষে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে মিছিল রওয়ানা দেবে।
বাংলাদেশ সময়: ১৭৪৭ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২২
এমএইচ/এমএমজেড