ঢাকা, শুক্রবার, ১ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ নভেম্বর ২০২৪, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

গণসমাবেশ সফল করার লক্ষ্যে ফরিদপুরে লিফলেট বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫০ ঘণ্টা, নভেম্বর ১, ২০২২
গণসমাবেশ সফল করার লক্ষ্যে ফরিদপুরে লিফলেট বিতরণ

ফরিদপুর: আগামী ১২ নভেম্বর ফরিদপুর বিভাগীয় বিএনপির গণসমাবেশ সফল করার লক্ষ্যে কেন্দ্রীয় ও স্থানীয় নেতাদের উপস্থিতিতে লিফলেট বিতরণ করা হয়েছে।  

সোমবার (৩১ অক্টোবর) বিকেলে শহরের বিভিন্ন এলাকার সাধারণ মানুষের মধ্যে এসব লিফলেট বিতরণ করা হয়।

বর্তমান সরকারের পদত্যাগ, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনসহ বিভিন্ন দাবিতে এ গণসমাবেশের ডাক দেওয়া হয়েছে।

লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, সহ-সাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান ও সেলিমুজ্জামান সেলিম, মহিলা দলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ, জেলা বিএনপির আহ্বায়ক মোদাররেস আলী ইছা, যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি মাহবুবুল হাসান ভুঁইয়া পিংকু, মহানগর বিএনপির আহ্বায়ক এ এফ এম কাইয়ুম জঙ্গি, জেলা বিএনপির সদস্য সচিব এ কে এম কিবরিয়া স্বপন, যুগ্ম আহ্বায়ক আজম খান, মহানগর বিএনপির সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ, যুগ্ম আহ্বায়ক তানভীর চৌধুরী রুবেল, বিএনপি নেতা রশিদুল ইসলাম লিটন, আমিনুর রহমান মুসা, মোস্তাক হোসেন বাবুল, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জুলফিকার হোসেন জুয়েল, বিএনপি নেতা মিজানুর রহমান মিনান, মহিলা দলের জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি বিলকিস ইসলাম প্রমুখ।

পরে নেতারা শহরের মুজিব সড়ক হয়ে ফরিদপুর প্রেসক্লাবের পৌঁছে সংক্ষিপ্ত সমাবেশ করেন। জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইছার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, মহিলা দলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ, মহানগর বিএনপির আহ্বায়ক এ এফ এম কাইয়ুম জঙ্গি ও জেলা বিএনপির সদস্য সচিব এ কে এম কিবরিয়া স্বপন।

সমাবেশে বক্তারা বলেন, সারাদেশে বিএনপির গণসমাবেশে জনতার যেই জোয়ার দেখা গেছে, তাতে আমরা বিশ্বাস করি ফরিদপুরের গণসমাবেশ জনতার মহাসমুদ্রে রূপ নেবে। এই গণসমাবেশ থেকেই বর্তমান সরকারের পতন ঘণ্টা বাজানো হবে।

বাংলাদেশ সময়: ১৩৪৭ ঘণ্টা, অক্টোবর ০১, ২০২২
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।