ঢাকা, শুক্রবার, ১ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ নভেম্বর ২০২৪, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ট্রলার যোগে সমাবেশে আসছে নেতাকর্মীরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৮ ঘণ্টা, নভেম্বর ৫, ২০২২
ট্রলার যোগে সমাবেশে আসছে নেতাকর্মীরা ট্রলার যোগে সমাবেশে আসছে নেতাকর্মীরা

বরিশাল: বিএনপির গণ সমাবেশে যোগ দিতে সব বাঁধা উপেক্ষা করে নেতাকর্মীরা নদীপথে ট্রলারে করে সমাবেশস্থলে আসছে।

শনিবার (৫ নভেম্বর) দুপুর ১২টার দিকে নগরীর লঞ্চঘাট সংলগ্ন ডিসি ঘাট ও  মুক্তিযোদ্ধা পার্কে এ সব ট্রলার ভিড়তে দেখা গেছে।

এ সময় দেখা যায়, প্রায় ৪০-৫০ টি ট্রলার নিয়ে বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা সমাবেশ স্থলে আসছেন। এ সময় বিএনপির নেতাকর্মীদের সরকার বিরোধী বিভিন্ন শ্লোগান দিতেও দেখা গেছে।

মেহেন্দীগঞ্জ থেকে আসা শরিফুল ইসলাম বলেন, আমরা ১৭টি ট্রলার নিয়ে সমাবেশে এসেছি। আমাদের সব নেতাকর্মী অধীর আগ্রহে ছিলো কখন সমাবেশ স্থলে যাবে এবং কিভাবে যাবে। আমরা সফল হয়েছি।

ডিসি ঘাট সংলগ্ন ব্যবসায়ী মো. সোহেল বলেন, সমাবেশে যোগ দিতে সকাল থেকেই নেতাকর্মীরা ট্রলার যোগে আসেতে শুরু করছে। এখন পর্যন্ত প্রায় ৪০ টিরও বেশি ট্রলার এখানে এসেছে।

সমাবেশস্থলে ঢোকার কয়েকটি সড়ক নিরাপত্তা জনিত কারণে বন্ধ করে দিয়েছে প্রশাসন। এজন্য ভোগান্তিতে পড়ছে সমাবেশে আসা বিএনপির কর্মীরা।

এদিকে সমাবেশকে ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর টহল ছিল চোখে পড়ার মত।

বাংলাদেশ সময়: ১২৪৭ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০২২
এসএম/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।