ঢাকা, রবিবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৫ মে ২০২৫, ২৭ জিলকদ ১৪৪৬

রাজনীতি

রাষ্ট্র নজিরবিহীন বিপর্যয়ের মুখোমুখি: রব

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:১৮, নভেম্বর ৭, ২০২২
রাষ্ট্র নজিরবিহীন বিপর্যয়ের মুখোমুখি: রব

ঢাকা: জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) আ স ম আবদুর রব বলেছেন, অপশাসন, দুঃশাসন ও অর্থনৈতিক বিপর্যয়ে দেশ বিপজ্জনক পরিণতির দিকে যাচ্ছে।

৭ নভেম্বর ‘সিপাহী গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে জেএসডি আয়োজিত আলোচনা সভায় ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

আ স ম রব বলেন, বেকারত্ব, মুদ্রাস্ফীতি ও কর্মহীন মানুষের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে সংকট নিয়ন্ত্রণহীন পর্যায়ে চলে যাচ্ছে। সরকারের অদক্ষতা, তথ্য ও উপাত্ত নিয়ে স্ববিরোধিতা কার্যত বিরূপ পরিস্থিতিকে আরও ঘোলাটে করে ফেলছে। রাষ্ট্র এখন অতীতের যে কোনো সময়ের চেয়ে নজিরবিহীন বিপর্যয়ের মুখোমুখি। সংকট আরও গভীরতর হলে আইএমএফের খুঁটিও সে ভার বইবার মতো যথেষ্ট উপযোগী হবে বলে প্রতীয়মান হয় না। এ অর্থনৈতিক সংকট থেকে উত্তরণে অবিলম্বে সব রাজনৈতিক দল ও পেশাজীবী সামাজিক শক্তির অংশীদারিত্বে জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে ‘জাতীয় রোডম্যাপ’ প্রণয়ণ করা জরুরি কর্তব্য।

তিনি আরও বলেন, ঔপনিবেশিক রাষ্ট্র কাঠামো অক্ষত রেখে সিপাহী গণঅভ্যুত্থান দিবসের মর্ম বস্তুকে রাষ্ট্রীয় জীবনে প্রয়োগ বা বাস্তবায়ন করা সম্ভব হবে না। প্রচলিত নিপীড়নমূলক রাষ্ট্র ব্যবস্থার উচ্ছেদ এবং শ্রমজীবী, কর্মজীবী ও পেশাজীবী জনগণের অংশীদারিত্বে গণমুখী রাষ্ট্র ব্যবস্থা প্রবর্তনের মধ্য দিয়ে কর্নেল তাহেরের স্বপ্ন ও আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হবে।

জেএসডি কেন্দ্রীয় কার্যালযয়ে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা সিরাজ মিয়া। আলোচনায় অংশ নেন কার্যকরী সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, যুগ্ম সাধারণ সম্পাদক কামাল উদ্দিন পাটোয়ারী, এস এম আনসার উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন, আনোয়ারুল কবির মানিক, আনিসা রত্না, এম এ আউয়াল, কামরুল আহসান অপু, আবুল কালাম, তৌফিক উজ জামান পীরাচা, ওমর ফারুক সেলিম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯১৭ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০২২
এমএইচ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।