ঢাকা, শনিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৪ মে ২০২৫, ২৬ জিলকদ ১৪৪৬

রাজনীতি

খুলনায় শ্রমিক লীগ নেতাসহ ৩ জনকে কুপিয়ে জখম

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:২৮, নভেম্বর ১০, ২০২২
খুলনায় শ্রমিক লীগ নেতাসহ ৩ জনকে কুপিয়ে জখম

খুলনা: খুলনায় জাতীয় শ্রমিক লীগের মহানগর শাখার নবনির্বাচিত কমিটির আহ্বায়ক হারুনুর রশিদসহ ৩ জনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) দিবাগত রাতে খুলনা মহনগরের সোনাডাঙ্গাস্থ কাঁচাবাজারের পাশে দারুল আমান এলাকায় এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে যুবলীগের আহ্বায়ক হারুনুর রশিদ, সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ ও শিমুলসহ আরও কয়েকজন দারুল আমান এলাকার সমাজকল্যাণ অফিসে অবস্থান করছিলেন। এ সময়ে পূর্ব থেকে ওত পেতে থাকা দুর্বৃত্তরা ওই অফিসের ভেতর গিয়ে হারুনকে  এলোপাতাড়ি কোপাতে থাকে। তাকে রক্ষা করতে আসাদুজ্জামান ও শিমুল এগিয়ে এলে তাদের আহত করে দুর্বৃত্তরা। এক পর্যায়ে এলাকাবাসী এগিয়ে তারা পালিয়ে যায়।

পরে এলাকাবাসী আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তবে তারা এই হামলার কারণ জানাতে পারেননি।

সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক বলেন, কোপাকুপির সংবাদ শুনিনি। হাসপাতালে লোক পাঠাচ্ছি।

বাংলাদেশ সময়: ২৩২৭ ঘণ্টা,  নভেম্বর ১০, ২০২২
এমআরএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।