মৌলভীবাজার: সিলেটে ১৯ নভেম্বর বিএনপির বিভাগীয় গণসমাবেশের লিফলেট বিতরণ ও প্রচারণার সময় মৌলভীবাজার শহরের চৌমহনা এলাকা থেকে জেলা ছাত্রদলের সভাপতি মো. রুবেল মিয়াসহ সংগঠনটির ৩ জন ও স্বেচ্ছাসেবক দলের দুই নেতাকে আটক করেছে পুলিশ।
রোববার (১৩ নভেম্বর) দুপুরে শহরের চৌমহনা এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- জেলা ছাত্রদল সভাপতি মো. রুবেল মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মো. তাজুল ইসলাম, সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য সাব্বির আহমদ ও সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জাকির আহমদ শাফিন, ছাত্রদল কর্মী শাকিল মিয়া।
এ বিষয়ে জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি এম নাসের রহমান সাংবাদিকদের বলেন, গণসমাবেশের প্রচারণা ও লিফলেট বিতরণ কি কোনো অপরাধ? এটা পুলিশের স্বেচ্ছাচারিতার চরম বহিঃপ্রকাশ। সরকারের স্বৈরাচারী নিচুস্তরের ও নিন্দনীয় মনোভাবের বহিঃপ্রকাশ।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছিনুল হক সাংবাদিকদের বলেন, অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।
বাংলাদেশ সময়: ০০৪০ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২২
বিবিবি/এসএ