ঢাকা, শুক্রবার, ১ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ নভেম্বর ২০২৪, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

এইচএসসি’র চার পরীক্ষা থাকলেও ৮ ডিসেম্বর ছাত্রলীগের সম্মেলন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৪ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২২
এইচএসসি’র চার পরীক্ষা থাকলেও ৮ ডিসেম্বর ছাত্রলীগের সম্মেলন

ঢাকা: ক্ষমতাসীন আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় সম্মেলন হওয়ার কথা ছিল আগামী ৩ ডিসেম্বর। জাপান সফর শেষে এদিন দেশে ফিরবেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ফলে সেদিন তার সম্মেলনে অংশ নেওয়া সম্ভব হবে না। ফলে আগামী ৮ ডিসেম্বর সম্মেলনের নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে। কিন্তু এদিন আবার চলমান এইচএসসির ৪টি পরীক্ষা।

পরীক্ষা হলেও ৩ ডিসেম্বর সম্মেলন করবে ছাত্রলীগ। সংগঠনের কেন্দ্রীয় সহসভাপতি কামাল খান এ তথ্য নিশ্চিত করেন। মঙ্গলবার (১৫ নভেম্বর) দিবাগত রাতে তিনি বলেন, আগামী ৮ ডিসেম্বর ছাত্রলীগের সম্মেলন হবে বলে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা আমাদের জানিয়েছেন। বিষয়টি নিয়ে কামাল খান নিজের ফেসবুকেও পোস্ট দিয়েছেন।

জানা গেছে, ৮ ডিসেম্বর এইচএসসি পরীক্ষা রুটিন অনুসারে কেবলা ১১টা থেকে ১টা পর্যন্ত উচ্চতর গণিত ২য় পত্র ও ইসলাম শিক্ষা ২য় পত্র। পরীক্ষা। দুপুর ২টা থেকে ৪টা পর্যন্ত-গার্হস্থ্য বিজ্ঞান ২য় পত্র ও সংস্কৃত ২য় পত্র পরীক্ষা।

সম্মেলন হলে পরীক্ষার কি হবে, এ বিষয়ে ছাত্রলীগ বা তাদের নীতিনির্ধারকদের কাছ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, আগামী ২৯ নভেম্বর আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রীয় সফরে জাপান যাচ্ছেন। ফেরার দিন ছাত্রলীগের সম্মেলন। তাই সেদিনের বদলে ডিসেম্বরের অন্য কোনো দিন সম্মেলনের তারিখ নির্ধারণের নির্দেশনা দেন তিনি।

তাই ৩ ডিসেম্বরের দিন পিছিয়ে সম্মেলন ৮ ডিসেম্বর নিয়ে যায় ছাত্রলীগ। বিষয়টি নিশ্চিত করেন সংগঠনটির দেখভালের দায়িত্বে থাকা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম।

এর আগে মঙ্গলবার (১৫ নভেম্বর) দুপুরে আওয়ামী লীগ সভানেত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে যান ছাত্রলীগের বর্তমান সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য। সেখানে সম্মেলনের তারিখ নিয়ে সিদ্ধান্ত হয়। বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক ও সাংগঠনিক সম্পাদক মির্জা আজম ৮ ডিসেম্বর ছাত্রলীগের সম্মেলনের ইঙ্গিত দেন।

বাংলাদেশ সময়: ০১২৫ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২২
এনবি/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।