ঢাকা, শুক্রবার, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৩ মে ২০২৫, ২৫ জিলকদ ১৪৪৬

রাজনীতি

ভোলা জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:২১, নভেম্বর ১৬, ২০২২
ভোলা জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা গোলাম নবী আলমগীর, শফিউর রহমান কিরণ ও রাইসুল আলম (বাম থেকে)

ভোলা: ভোলা জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।  

মঙ্গলবার (১৫ নভেম্বর) বিকেলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

এতে ভোলা জেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম নবী আলমগীরকে আহ্বায়ক, বিএনপি নেতা শফিউর রহমান কিরণকে যুগ্ম আহ্বায়ক ও ভোলা সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি রাইসুল আলমকে সদস্য সচিব করা হয়েছে।
বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর লিখিতভাবে এই কমিটি ঘোষণা করেন।

এ বিষয়ে গোলাম নবী আলমগীর বলেন, আমার ওপর আস্থা রেখে ভোলা জেলা বিএনপির আহ্বায়ক হিসেবে আমাকে মনোনিত করায় দলের চেয়ারপারসন

বেগম খালেদা জিয়া এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি।

তিনি বলেন, আগামীতে এই কমিটি রাজপথে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটিয়ে বেগম খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্ত করা, গণতান্ত্রিক পরিবেশে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশের মাটিতে ফিরিয়ে আনা এবং জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিয়ে নির্দলীয় নিরপেক্ষ সরকার বাস্তবায়নে এই সরকারকে বাধ্য করবো- ইনশাল্লাহ।

বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ