ঢাকা, শুক্রবার, ১ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ নভেম্বর ২০২৪, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

আটপাড়ায় অনুমতি মেলেনি সম্মেলনের, বিএনপির সংবাদ সম্মেলন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৯ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২২
আটপাড়ায় অনুমতি মেলেনি সম্মেলনের, বিএনপির সংবাদ সম্মেলন

নেত্রকোনা: বিএনপির অভিযোগ, আটপাড়া উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন করার জন্য বার বার লিখিত অনুমতি চাওয়ার পরও পুলিশ প্রশাসন অনুমতি দেয়নি। এছাড়া বিএনপি যেখানে সম্মেলন করার অনুমতি চাচ্ছে, সেই একই স্থানে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ পাল্টা কর্মসূচি ঘোষণা করেছে।

 

বুধবার (১৬ নভেম্বর) দুপুর দেড়টার দিকে নেত্রকোনা জেলা শহরের ছোট বাজারের দলীয় কার্যালয়ে নেত্রকোনা জেলা বিএনপির নেতৃবৃন্দ সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ করেন।
     
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক বিশিষ্ট অর্থোপেডিক চিকিৎসক অধ্যাপক মো. আনোয়ারুল হক ও সদস্য সচিব ডা. মো. রফিকুল ইসলাম হিলালী।  

জেলা বিএনপির নেতৃবৃন্দ সংবাদ সম্মেলনে বলেন, বর্তমান সরকার মুখে গণতন্ত্রের কথা বললেও গণতন্ত্র চর্চায় বিশ্বাস করে না। দেশব্যাপী বিএনপির চলমান শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতে তারা নানাভাবে বাধা দিচ্ছে। হামলা, মামলা, বাধা দিয়ে বিএনপির চলমান আন্দোলন স্তব্ধ করা যাবে না।  
      
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তাজেজুল ইসলাম ফারাস সুজাত, বজলুর রহমান পাঠান, এস এম মনিরুজ্জামান দুদু, জেলা কৃষক দলের সভাপতি সালাহ্উদ্দিন খান মিল্কী, জেলা যুবদলের সভাপতি মশিউর রহমান মশু, সহ-সভাপতি শরীফুজ্জামান ফকির, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোলায়মান হোসেন রুবেল, জেলা তাঁতীদলের সভাপতি সাইফ উদ্দিন আহমেদ লেলিন, জেলা শ্রমিক দলের সভাপতি আকিকুর রেজা খোকন, জেলা ছাত্রদলের সহ-সভাপতি সারোয়ার আলম এলিন, শামছুল হুদা শামীম, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আজহারুল ইসলাম কমল, সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ তোফায়েল মীর, সদর উপজেলা যুবদলের সভাপতি ফারুক আহমেদসহ অনেকে।  

বাংলাদেশ সময়: ১৭৫৭ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।