ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

রাজনীতি

সিরাজগঞ্জে ১৪৪ ধারা ভেঙ্গে বিএনপির মিছিল

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৫০, সেপ্টেম্বর ২৬, ২০১০
সিরাজগঞ্জে ১৪৪ ধারা ভেঙ্গে বিএনপির মিছিল

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে বিএনপির নেতাকর্মীরা রোববার ১৪৪ ধারা ভঙ্গ করে মিছিল করেছে।

বিকেলে সাবেক বিদ্যুৎপ্রতিমন্ত্রী ও জেলা বিএনপির সভাপতি ইকবাল হাসান মাহমুদ টুকুর নেতৃত্বে নেতাকর্মীর পুলিশি বাধার মুখেই ঢাকা-সিরাজগঞ্জ মহাসড়কে বিক্ষোভ করে।

তবে পুলিশ তাদের প্রতিবাদ সমাবেশ করতে দেয়নি। পরে তারা কামারখন্দ উপজেলার ভাড়াঙ্গা মাদ্রাসা মাঠে প্রতিবাদ সমাবেশ করে।

এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোকাদ্দেস আলী, আনোয়ার  হোসেন পাপ্পু , মজিবুর রহমান লেবু, নাজুমল হক রানা, আবু সাইদ সুইট প্রমুখ।

উল্লেখ্য, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিসহ নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে বিএনপি প্রতিবাদ সভার আহবান করে। অপরদিকে সয়দাবাদ ইউনিয়ন আওয়ামী লীগও একই স্থানে সভা আহ্বান করে। আইন-শৃংখলা অবনতির আশঙ্কায় উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করে।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।