ঢাকা, শুক্রবার, ১ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ নভেম্বর ২০২৪, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

জুতা পায়ে শহীদ মিনারে গণতন্ত্র মঞ্চের নেতারা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৯ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২২
জুতা পায়ে শহীদ মিনারে গণতন্ত্র মঞ্চের নেতারা

নারায়ণগঞ্জ: জেলায় গণতন্ত্র মঞ্চের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ নভেম্বর) বিকেলে সমাবেশ উপলক্ষে শহীদ মিনারে স্থাপন করা হয় অস্থায়ী মঞ্চ।

এই মিনারে জুতা পায়ে উঠে বক্তব্য দেখা যায় মঞ্চের নেতাদের। এতে উপস্থিত লোকজনের মধ্যে ক্ষোভ দেখা দেয়।

‘সরকার ও শাসন ব্যবস্থা পরিবর্তনে ঐক্যবদ্ধ হোন: রাজনৈতিক সভা-সমাবেশে বাধা, হামলা-মামলা, দমন-পীড়ন ও গুলি-হত্যা বন্ধ কর’ শিরোনামে সমাবেশের আয়োজন করা হয়।  

সমাবেশ চলাকালে জেএসডির সাংগঠনিক সম্পাদক মিজানুর রশীদ চৌধুরী, ভাষানী অনুসারী পরিষদের সদস্য সচিব হাবিবুর রহমানকে জুতা পায়ে শহীদ বেদীতে উঠে বক্তব্য রাখতে দেখা যায়। এ ছাড়া আরও

কয়েকজন সিনিয়র নেতাও জুতা পায়ে বক্তব্য রাখেন। উপস্থিতদের মধ্যে ক্ষোভ দেখা দিলে বিষয়টি আয়োজকদের নজরে আসে। পরে নেতাদের বিষয়টি জানালে তারা জুতা খুলে রাখেন।  

সমাবেশে উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বাংলাদেশের বিপ্লবী ওয়াকার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, ভাষানী অনুসারী পরিষদের আহবায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭৩১ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২২
এমআরপি/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।