ঢাকা, শুক্রবার, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৩ মে ২০২৫, ২৫ জিলকদ ১৪৪৬

রাজনীতি

নামাজ পড়তে আসা নেতাকর্মীদের হামলা করেছে বিএনপি: আ. লীগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৫৯, নভেম্বর ১৮, ২০২২
নামাজ পড়তে আসা নেতাকর্মীদের হামলা করেছে বিএনপি: আ. লীগ

সিরাজগঞ্জ: জুমার নামাজ পড়তে মসজিদে আসার পথে কামারখন্দ উপজেলা আওয়ামী লীগের সভাপতিসহ বেশ কয়েকজন নেতাকর্মীর ওপর বিএনপির নেতাকর্মীরা হামলা করেছে বলে অভিযোগ উঠেছে।

শুক্রবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় সিরাজগঞ্জের জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করে দলটির নেতারা।

অভিযোগে বলা হয়, বিএনপি-জামাত সারা দেশে বিশৃঙ্খলা চালিয়ে যাচ্ছে। তারই অংশ হিসেবে কামারখন্দেও বিনা উস্কানিতে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানো হয়। হানাহানির উদ্দেশ্যে আগে থেকেই জেলার বিভিন্ন অঞ্চল থেকে বিএনপির সন্ত্রাসীদের কামারখন্দে নেওয়া হয়েছিল বলে দাবী করেন আওয়ামী লীগ নেতারা।

সংবাদ সম্মেলনে বলা হয়, দুপুরে কামারখন্দ উপজেলা আওয়ামী লীগের সভাপতিসহ কয়েকজন নামাজ পড়তে যাচ্ছিলেন। পথে বিএনপির ৫০ থেকে ৬০ জনের একটি দল দেশিয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা করে। ত্রাস সৃষ্টির জন্য বেশ কয়েকটি দোকানপাট ভাংচুর করে। বাঁধা দিতে গেলে তারা পুলিশের ওপর হামলা চালায়। আমাদের ৫-৬ জন নেতাকর্মী আহত হন। তারা ককটেল বোমাও নিক্ষেপ করেছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট কে এম হোসেন আলী হাসান, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, সাবেক সহ-সভাপতি বিমল কুমার দাস, পৌর মেয়র আব্দুর রউফ মুক্তা প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮৫৯ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২২
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ