ঢাকা, শুক্রবার, ১ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ নভেম্বর ২০২৪, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

‘আইনশৃঙ্খলা বাহিনীকে সিরিয়াল কিলারে পরিণত করেছে সরকার’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৪ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২২
‘আইনশৃঙ্খলা বাহিনীকে সিরিয়াল কিলারে পরিণত করেছে সরকার’

ঢাকা: বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জুলুম নিপীড়নের প্রতিবাদ করায় বিএনপির নেতাকর্মীদের হত্যার মধ্যে দিয়ে কণ্ঠরোধ করার চেষ্টা করছে সরকার। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের গুলিবিদ্ধ নয়নের মৃত্যুর সংবাদ পেয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে এসে এমন মন্তব্য করেন তিনি।

নিহত ছাত্রদল নেতা নয়ন মিয়ার মৃত্যুর সংবাদ শুনে শনিবার (১৯ নভেম্বর) রাতে ঢামেক হাসপাতালে ছুটে আসেন রুহুল কবির রিজভী। এ সময় সেখানে উপস্থিত সাংবাদিকদের তিনি বলেন, জাতীয়তাবাদী দলের শক্তি যুবকদের হত্যা করছে আইনশৃঙ্খলা বাহিনী। সরকার আইনশৃঙ্ক্ষলা বাহিনীকে সিরিয়াল কিলার হিসেবে সংগঠিত করেছে। এ কারণে তারা বিবেক বিসর্জন দিয়ে ভোলা থেকে যে হত্যা লিলা শুরু করেছে, তা আর থামছে না।

তিনি বলেন, মানুষের দাবির পক্ষে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের বিরুদ্ধে প্রতিবাদ করায় আমাদের নেতাকর্মীদের কণ্ঠরোধ করার জন্য আ. রহিম থেকে শুরু করে, নুরে আলম, নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জে দুই শাওন, অনিক ও সবশেষ আজ বাঞ্ছারামপুরে নয়নকে হত্যা করা হলো।

রিজভী বলেন, প্রত্যক্ষভাবে পুলিশ তার শরীরে বন্দুক ঠেকিয়ে গুলি করেছে। এটা বর্বরচিত দুঃশাসনের নমুনা। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সেই সঙ্গে নিহত নয়নের বিদেহী আত্মার শান্তি কামনা করছি।

বাংলাদেশ সময়: ২১৫৪ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২২
এজেডএস/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।