ঢাকা, শুক্রবার, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৩ মে ২০২৫, ২৫ জিলকদ ১৪৪৬

রাজনীতি

ফরিদপুরে কৃষক দলের মহানগর শাখার আংশিক আহ্বায়ক কমিটি গঠন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪৭, নভেম্বর ২২, ২০২২
ফরিদপুরে কৃষক দলের মহানগর শাখার আংশিক আহ্বায়ক কমিটি গঠন

ফরিদপুর: জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটি অ্যাডভোকেট মামুন-অর-রশিদ মামুনকে আহ্বায়ক এবং মো. জহুরুল ইসলাম জহিরকে সদস্য সচিব করে ফরিদপুর মহানগর শাখার দুই সদস্য বিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটির অনুমোদন দিয়েছে।  

মঙ্গলবার (২২ নভেম্বর) দুপুরের দিকে জাতীয়তাবাদী কৃষক দল-কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক মো. শফিকুল ইসলাম বাংলানিউজকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন।

 

তিনি বলেন, ফরিদপুর মহানগর শাখার দুই সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। অতি শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।  

গতকাল সোমবার (২১ নভেম্বর) কৃষকদলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন এবং সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল ফরিদপুর মহানগর কৃষক দলের এ কমিটির অনুমোদন দেন।

বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ