ঢাকা, শুক্রবার, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৩ মে ২০২৫, ২৫ জিলকদ ১৪৪৬

রাজনীতি

নেত্রকোনায় জেলা ছাত্রদলের বিক্ষোভ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:১০, নভেম্বর ২৪, ২০২২
নেত্রকোনায় জেলা ছাত্রদলের বিক্ষোভ নেত্রকোনায় জেলা ছাত্রদলের বিক্ষোভ

নেত্রকোনা: নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলায় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদকের গাড়ি বহরে ছাত্রলীগের হামলার প্রতিবাদে নেত্রকোনায় বিক্ষোভ করেছে ছাত্রদলের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর)  দুপুর ১টায় কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।

 জেলা শহরের হোসেনপুর আন্তঃজেলা বাস টার্মিনালের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়।

মিছিলে নেতৃত্ব দেন- নেত্রকোনা জেলা ছাত্রদলের সভাপতি ফরিদ হোসেন বাবু, সাধারণ সম্পাদক অনীক মাহবুব চৌধুরী, সহ-সভাপতি শামসুল হোদা শামীম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহরিয়ার রহমান সাঈদ, যুগ্ন সম্পাদক আলমগীর হোসাইন সুমন, সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সৈয়দ রাজিব, সদস্য সচিব গোলাম রাব্বি, নেত্রকোনা পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান বাপ্পি, নেত্রকোনা সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব আবুল কালাম তালুকদার প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২২
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ